ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

গাইবান্ধায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ০৯:০৬, ২৩ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:১০, ২৩ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত পাঁচজন।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের বাগদা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের জয়নাল মিয়ার ছেলে আজাহার মিয়া(৪০) ও একই ইউনিয়নের দুধিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে ইমরান আলী(১৮।)

ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, মঙ্গলবার রাতে দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। আর ইজিবাইকটি সড়ক থেকে গ্রামের রাস্তায় নামার আগ মুর্হুতেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আটক চালক-হেলপারসহ বাসটি থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি