ঢাকা, শুক্রবার   ২৩ মে ২০২৫

গাজায় খাবারের জন্য হাহাকার, না খেতে পেয়ে মরল ২৯ ফিলিস্তিনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ২৩ মে ২০২৫

Ekushey Television Ltd.

দখলদার ইসরায়েলি বাহিনীর একাধারে বিমান ও স্থল অভিযানে অবরুদ্ধ গাজা উপত্যকায় শেষ ২৪ ঘণ্টায় অন্তত ৮৫ জন বেসামরিক ফিলিস্তিনির নিহত হয়েছেন, যার মধ্যে ২৯ জন শিশু ও বৃদ্ধের মৃত্যু হয়েছে দীর্ঘদিন পর্যাপ্ত বা একেবারে না খেয়ে থাকার কারণে। এ ছাড়া এদিন ২৪৭ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইসরায়েলি বাহিনী গত রোববার (১৮ মে) গাজায় নতুন করে বড় আকারে স্থল অভিযান শুরু করার ঘোষণা দিয়ে নির্বিচারে ব্যাপক হামলা শুরু করে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা শুক্রবার (২৩ মে) সকালে এ তথ্য জানিয়েছে।

ওই বিবৃতি থেকে জানা যায়, শুধু বৃহস্পতিবার ভোর থেকে রাত পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া প্রায় ১০৭টি লাশ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখনো বহু লাশ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে এবং ইসরায়েলি হামলায় গাজায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি।

ওই বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত কয়েক দিনে ২৯ জন শিশু ও বৃদ্ধের মৃত্যুকে ‘না খেয়ে থাকার কারণে’ প্রাণহানি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। গাজার লাখো মানুষ এখনও চরম খাদ্যসংকটে ভুগছেন এবং অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন।

গাজার মিডিয়া অফিস আরেক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সেনারা উত্তর গাজা অঞ্চলের এক হাজারেরও বেশি বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে। পাশাপাশি, ওই এলাকার ৩ লাখেরও বেশি বাসিন্দাকে গাজা সিটির দিকে ঠেলে দেওয়া হয়েছে, যেখানে তাদের আশ্রয় দেওয়ার মতো প্রয়োজনীয় অবকাঠামোই নেই।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টার হতাহতের সংখ্যাসহ ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের মোট সংখ্যা প্রায় ৫৩ হাজার ৮০০ জনে পৌঁছেছে এবং মোট আহতের সংখ্যা প্রায় ১ লাখ ২২ হাজার ১৯৭ জনে দাঁড়িয়েছে।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দুইমাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৬০০ জন ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি