ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

গাজায় জঙ্গিবিমান দিয়ে ৬৫ স্থানে ব্যাপক হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩১, ১৮ মে ২০২১ | আপডেট: ২০:৩৩, ১৮ মে ২০২১

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ সকাল থেকে গাজার অন্তত ৬৫টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে।

এই হামলায় ৬০টি জঙ্গিবিমান অংশ নিচ্ছে। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র হিদাই জিলম্যান এক সংবাদ সম্মেলনে বলেছেন, মাত্র আধা ঘণ্টায় আমরা ৬৫টি স্থানে আঘাত হেনেছি। 

তিনি আরও দাবি করেছেন, তারা ফিলিস্তিনিদের কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করতে সক্ষম হয়েছে। গাজার পশ্চিমের আর-রামাল এলাকায় সবচেয়ে বেশি হামলা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ইসরাইলের অভ্যন্তরে ইহুদি ও আরব মুসলমানদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এ জন্য লোদ শহরে ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি