ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

গাজীপুরে কারখানায় আগুন, মৃত্যু ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ২২ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি এলাকার ফেনাসেমিকন নামের বোতাম তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় একজন মারা গেছেন।

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় রোববার (২২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে দুপুর ২টার দিকে ওই কারখানায় এ আগুন লাগে। খবরে পেয়ে আগুন নিয়ন্ত্রণে শ্রীপুর, গাজীপুর মডার্ন ফায়ার স্টেশন ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, আগুনে কারখানায় থাকা কেমিকেল ড্রামগুলো প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হতে থাকে। কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার পরিচয় জানা যায়নি।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি