ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে গুলি ছুঁড়ে ৬৬ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ৭ মে ২০১৭ | আপডেট: ১৯:০৬, ৭ মে ২০১৭

Ekushey Television Ltd.

গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় গুলি ছুঁড়ে ৬৬ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুলিতে আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার ইসলামী ব্যাংক থেকে টাকা তোলেন পোশাক কারখানার ২ কর্মকর্তা। পরে তারা প্রাইভেটকারে ফেরার পথে মালেকের বাড়ি এলাকায় ৪ থেকে ৫ জন সশস্ত্র ছিনতাইকারী মোটরসাইকেলে এসে গাড়ির গতিরোধ করে। তারা প্রাইভেটকার ভাঙচুর করে এবং গুলি করে। পরে চালকসহ গাড়িতে থাকাদের মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি