ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

গাজীপুরে পাঁচ স্বর্ণের দোকানে ডাকাতি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৫, ১০ ডিসেম্বর ২০১৯

গাজীপুরের কালীগঞ্জে পাঁচটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল প্রায় একশ’ভরি স্বর্ণালঙ্কার ও কয়েকশ ভরি রুপা লুট করে নিয়ে যায়।

সোমবার (৯ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার উলুখোলা বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে।

সোনালী, রাজীব, শিল্পী এবং সন্দীপ জুয়েলার্সে থাকা এসব স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে দোকান মালিকরা দাবি করেছেন।

স্বর্ণ ব্যবসায়ীরা জানান, ‘রাতে ৩০-৪০ জনের একদল ডাকাত বাজারে প্রবেশ করে। তারা প্রথমে বাজারে থাকা সাতজন পাহারাদারকে একটি কাপড়ের দোকানে নিয়ে আটক করে রাখে এবং বাজারের প্রতিটি প্রবেশদ্বারে নিজেদের লোক দিয়ে পাহারা বসায়। এরপর জুয়েলার্সের দোকানের শাটারে লাগানো তালা ভেঙ্গে একে একে পাঁচ দোকানের সিন্দুকে থাকা প্রায় একশো ভরির বেশি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।’

পরে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, ‘এটি সংঘবদ্ধ এবং দক্ষ ডাকাত দলের কাজ। তবে শিগগিরই দলটিকে আটক করা সম্ভব হবে।’

এআই/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি