ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৫, ২১ এপ্রিল ২০২০

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে চারটি পোশাক কারখানায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।

পুলিশ জানায়, গাজীপুরের লক্ষীপুরা, ছয়দানা ও টঙ্গীতে অবস্থিত ৪টি পোশাক কারখানায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সকাল থেকেই কারখানায় গেটের সামনে এসে জড়ো হয়। এ সময় বেতনের দাবিতে উত্তেজিত হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে। 

শ্রমিকরা জানায়, বেতন না পেয়ে এসব কারখানার শ্রমিকরা কষ্টে দিন কাটাচ্ছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের কারণে পণ্যবাহী গাড়ি আটকা পড়ে।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি