ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

গাজীপুরে বাণিজ্যিকভাবে টক বরই চাষ (ভিডিও)

প্রকাশিত : ১২:৩৩, ৭ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বাণিজ্যিকভাবে টক বরই চাষ করে সাফল্য পেয়েছেন গাজীপুর কাপাসিয়ার আড়াইশ চাষি। এবারও হয়েছে বাম্পার ফলন। কিন্তু ঠিকমতো বাজারজাত না হওয়ায়, মিলছে না উপযুক্ত দাম।

কাপাসিয়ার বিভিন্ন এলাকার উঁচু জমিতে কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে টক বরই বা কুল চাষ হচ্ছে। চলতি বছর ৬০০ বিঘা জমিতে এই ফলের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ শ মেট্রিক টন।

টক বরইয়ের চাহিদা সব সময় বেশি বলে জানান চাষিরা। কিন্তু যোগাযোগব্যবস্থার দুর্বলতার কারণে, ক্রেতার সংখ্যা কম। তাই মিলছে না প্রত্যাশিত দাম।

গাজীপুর কাপাসিয়ার এই ফল ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জায়গায়।

বরই চাষে কৃষকদের বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।

টক বরই চাষ ধরে রাখতে, সরকারি সহায়তার পাশাপাশি ন্যায্য দাম নিশ্চিতের দাবি জানিয়েছেন গাজীপুরের চাষিরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি