ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়ল ৪০ ঘর

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:২৫, ১৪ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুর শ্রীপুরের নয়নপুর এলাকায় কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ৪০টি ঘর পুড়ে গেছে।

গত রাত পৌনে দশটার দিকে নয়নপুর এলাকার কলোনির বসতবাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই এলাকার হক মিয়ার মালিকানাধীন ভাড়া দেওয়া কয়েকটি রুমে আগুন জ্বলতে দেখে প্রথমে নেভানোর চেষ্টা করেন এলাকাবাসী। মুহুর্তে আগুন আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এতে পুড়ে গেছে ৪০টি ঘর।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইনস্পেক্টর বেলাল হোসেন জানান, আগুনের খবর পেয়ে শ্রীপুরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিভানোর কাজ শুরু করে। পরে ভালুকা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কি কারণে আগুনের সুত্রপাত এবং ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। 
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি