ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

গাড়ির ভেতর উবার চালককে গলা কেটে হত্যা

প্রকাশিত : ১১:৪১, ১৪ জুন ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর উত্তরায় চলন্ত গাড়ির ভেতর উবার চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উত্তরার উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডে এ ঘটনা ঘটে। নিহত উবার চালকের নাম আরমান।

আরমান ঢাকায় মিরপুর ১১ নম্বর এলাকায় বাস করতেন। তার গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী।  ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার উপ পরির্দশক (এসআই) মুশফিকুর রহমান বলেন, উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কে কে কা কারা গাড়ির ভেতর একজনকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে গেছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

 

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি