ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

গাবতলীতে রেকর্ড গড়ল ১৪০০ কেজির ‘বস’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ৮ আগস্ট ২০১৯ | আপডেট: ১৮:৩৪, ৮ আগস্ট ২০১৯

রেকর্ড দামে বিক্রি হল ‘বস’ নামের ১৪ শ কেজি ওজনের এক ষাঁড় গরু। বৃহস্পতিবার গাবতলী পশুর হাটে গরুটি ৩৭ লাখ টাকায় বিক্রি হয়েছে। গরুর মালিকের দাবি, বাংলাদেশের ইতিহাসে এটাই সর্বাধিক মূল্যের গরু। এতো বেশি দামে আগে কখনও গরু বিক্রি হয়নি।

বস নামের ওই গরুটি লালন-পালন করেছেন ইমরান হোসাইন নামের এক খামারি। তিনি মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার সাদিক অ্যাগ্রো খামারের মালিক।

বিক্রেতা ইমরান হোসাইন বলেন, 'বস' এর প্রায় পুরো শরীরই ছাই বর্নের। তবে এর মাথা ও পায়ের কিছু অংশ কালো রঙ থাকায় দেখতে একটু অন্য রকম লাগে। আমার খামারে থাকা এক হাজার ৪০০ গরুর মধ্যে ‘বস’ ছিল সবচেয়ে বড় জাতের গরু। আর দামের ক্ষেত্রেও সে আসলেই 'বস'।

এদিকে গরুটির ক্রেতা হলেন ইসলাম গার্মেন্টসের মালিক শাকির আহমেদ। তিনি ঢাকা উওর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের ভাতিজা। রেকর্ড দাম দিয়ে এতো বড় গরু কিনতে পেরে দারুণ উচ্ছ্বসিত শাকিল আহম্মেদ। তিনি বলেন, 'আল্লাহ তায়ালাকে খুশি করতেই এই ‘বস’ নামের গরুটি কিনলাম। সবার কাছে দোয়া চাই।'

এনএস/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি