ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

গার্মেন্টস সেক্টরে নারী শ্রমিকের সমতাপূর্ন ও নিরাপদ কর্মপরিবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ১১ জুন ২০১৭ | আপডেট: ১৯:৩৭, ১১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

গার্মেন্টস সেক্টরে নারী শ্রমিকের সমতাপূর্ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে পোশাক শ্রমিকরা।
সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইনসিডিন বাংলাদেশ আয়োজিত এক পরামর্শ সভায় অংশ নেন পোশাক শ্রমিক ও শিল্প মালিকরা। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, পোশাক শ্রমিকদের নিরলস শ্রমে অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা। ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। কিন্তু এই শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের বিশেষত নারী শ্রমিকদের অবস্থার উন্নতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। মালিক-শ্রমিক সর্ম্পক উন্নয়ন এবং কর্মক্ষেত্রে সাম্যতা ও নিরাপত্তা নীতি গ্রহণে কারখানা মালিকদের প্রতি আহ্বান জানানো হয় সভা থেকে।






Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি