ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

গাড়িতে লুকিয়ে রাখা ৮৫ লাখ ডলার মূল্যের স্বর্ণ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ২২ ডিসেম্বর ২০২০

মালির দক্ষিণাঞ্চলে কাস্টমস কর্মকর্তারা ৮৫ লাখ ডলার মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে। এগুলো একটি গাড়ির ভিতরে লুকিয়ে রাখা ছিল। 

সোমবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

খবরে বলা হয়, ১৪৩ কিলোগ্রাম (৩১৫ পাউন্ড) স্বর্ণ পার্শ্ববর্তী দেশ গিনিতে নেয়া হচ্ছিল। মালির সীমান্তে প্রায় স্বর্ণ উদ্ধার করা হয়ে থাকে।

কাস্টমস সার্ভিসের ডেপুটি মহাপরিচালক আমিদোউ ফকৌরৌ বাকাগা বলেন, শনিবার রাতে উদ্ধার করা ৮৮ বার স্বর্ণ ‘কাস্টমস কর্মকর্তাদের অজ্ঞাতে রপ্তানি করা হচ্ছিল। এ ধরনের কার্যক্রম আমাদের অর্থনীতির অগ্রগতির জন্য ক্ষতিকর।’

বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিম আফ্রিকার স্থলবেষ্টিত দেশ মালি হচ্ছে এ মহাদেশের পঞ্চম বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি