ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

গুপ্তকক্ষ থেকে বেরিয়ে এলেন নারীসহ এক বৃদ্ধ, চক্রের হোতা আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৮, ২ মে ২০২৫ | আপডেট: ১৬:৩৩, ২ মে ২০২৫

Ekushey Television Ltd.

মুক্তিপণের অর্থ ও জমি লিখে নেয়ার জন্য সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার সোনারামপুরে দীর্ঘদিন ধরে আটকে রাখা এক বৃদ্ধ ও আরেক নারী উদ্ধার হয়েছেন। মাটির নিচের গুপ্তকক্ষ থেকে ৪ মাস পর নিজেরাই কৌশলে বের হয়ে আসেন।

শুক্রবার ভোর রাত ৩টার দিকে তারা ওই গুপ্তকক্ষ থেকে বের হন।

অপহৃতরা হলেন উপজেলার পাইকরা গ্রামের মৃত রুস্তম শেখের ছেলে জুব্বার হোসেন (৭৫) ও লক্ষিবিষ্ণুপ্রসাদ গ্রামের মনসুর আলীর স্ত্রী শিল্পী খাতুন (৫৫)। 

এদিকে অপরণকারী চক্রের মূল হোতা আরাফাত হোসেনকে আটক করেছে পুলিশ। জানা গেছে আরাফাত একটি জাতীয় দৈনিকের স্থানীয় সংবাদদাতা।

পুলিশ আরাফাতের বাড়ি ও সেচ পাম্পে বিশেষ পদ্ধতিতে আটকে রাখার মাটির নিচে গুপ্ত কক্ষের সন্ধান পেয়েছে। এদিকে বিক্ষুব্ধ জনতা অবরোধকারীর বাড়িতে ভাঙচুর ও আগ্নিসংযোগ করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিল্পী খাতুন ও আব্দুল জুব্বার কয়েক মাসে আগে নিখোঁজ হন। এরপর তাদের না পেয়ে পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। তবে পুলিশ এর কোন তথ্য পাচ্ছিল না।

ওই নারী ৪ মাস ও বৃদ্ধ ব্যক্তি দীর্ঘ ৬ মাস জিম্মি থাকার পর শুক্রবার ভোর রাত ৩টার দিকে কেচি দিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে বাহিরে বের হয়ে আসেন। পরে তারা বাড়ি গিয়ে পরিবারের কাছে বিষয়গুলো খুলে বলেন। 

এরপর ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা অপরণকারী চক্রের সুমন ও আরাফাতের বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করে।

অপহৃত শিল্পী খাতুন লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়ে জানান, তাদের কয়েকজন মিলে অপরণের পর চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামের জহুরুল ইসলামের পুত্র সুমনের বাড়ির নিচে বানানো বিশেষ একটি কক্ষে আটকে রাখে একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র। ওই গুপ্ত কক্ষে আটকে রেখে নানাভাবে অত্যাচার ও নির্যাতন করে।

এদিকে অপহৃতদের দেয়া তথ্যের পর পুলিশ, সেনাবাহিনী সদস্যরা ওই গোপন কক্ষের সন্ধান পায়। এ সময় চক্রের অন্যতম সদস্য নাজমুল ইসলাম আরফাতকে আটক করা হয়। সন্ধান মিলে আরও গোপন কক্ষের।

এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিখোঁজ ২ ব্যক্তির পরিবার থেকে এর আগে অভিযোগ দেয়া হয়েছিল। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আরাফাতকে আটক করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি