ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

গুলশানে হোটেল-রেস্তোরায় সেহরি এখনো জমে উঠেনি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ২১ মে ২০১৮

Ekushey Television Ltd.

এখনো জমে উঠেনি রাজধানীর অভিজাত এলাকা গুলশানে হোটেল-রেস্তোরায় সেহরি। তবে ক্রেতা আকর্ষনে এরই মধ্যে দেয়া হচ্ছে বিশেষ সব অফার।  বিক্রেতারা বলছেন, ১৫ রমজানের পর জমে উঠবে সেহরি পার্টি।

রাজধানীর গুলশানের অভিজাত হোটেলগুলোতে এখনো জমে উঠেনি সেহরি বেচাবিক্রি। বেশির ভাগ হোটেল-রেস্তোরাই ফাঁকা।

যে কয়েকজন সেহরী খেতে এসেছে তার বলছেন,  একটু ভিন্নতার স্বাদ নেয়ার কথা।

শিশু-কিশোররাও এসেছে। তারা বলছে, সেহেরি উপলক্ষে রাতের ঢাকা দেখার অনুভূতির কথা।

হোটেল কর্র্তৃপক্ষের আশা,দিন কয়েক পর জমজমাট হয়ে উঠবে ব্যবসা।

সেহরি উপলক্ষে বিশেষ আযোজনের কথাও জানান তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি