গোপালগঞ্জ সদর উপজেলার ভোট ইভিএমে (ভিডিও)
প্রকাশিত : ১৬:৪০, ২৩ মার্চ ২০১৯

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনের ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। ইতোমধ্যে ইভিএম সম্পর্কে ধারণা দিতে খসড়া ভোটিংয়ের আয়োজন করেছেন নির্বাচনী কর্মকর্তারা। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে জালভোট ঠেকানো সম্ভব হবে। এদিকে, ইভিএমে ভোট দিতে উৎসাহী ভোটাররাও।
তৃতীয় ধাপের নির্বাচনে ইভিএমে ভোট দেবেন গোপালগঞ্জ সদর উপজেলার ভোটাররা। শুক্রবার এই নির্বাচনী এলাকার ১১৪টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে মক ভোটিং।
এতে করে ভোটাররা যেমন ইভিএম সম্পর্কে ধারণা পেয়েছেন। অন্যদিকে, বেড়েছে জালভোট প্রতিরোধের সচেতনতাও।
এর আগে, ১৬ থেকে ২১ মার্চ পর্যন্ত ইভিএম সম্পর্কে ভোটারদের অবগত করা হয়। এর ফলে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন জেলা নির্বাচন কর্মকর্তা।
এ পর্বের নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলায় ২ লাখ ৫০ হাজার ৭০৩ জন ভোটার ইভিএম পদ্ধতিতে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন।
আরও পড়ুন