গোপালগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস পালন
প্রকাশিত : ১২:৫২, ১৪ মে ২০১৭ | আপডেট: ১৩:১৬, ১৪ মে ২০১৭
				
					গোপালগঞ্জে  র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।  নার্সিং কল্যাণ সমিতি ও গোপালগঞ্জ নার্সিং ইনষ্টিটিউট যৌথভাবে এ কর্মসূচী পালন করে।
রোববার সকালে গোপালগঞ্জ  জেনারেল হাসপাতাল চত্ত্বর থেকে আলাদা র্যালি বের হয়। র্যালি দু’টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে নার্সিং সুপারভাইজার ইনচার্জ মঞ্জু রানী গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পরিচালক ফরিদুল ইসলাম।
আরও পড়ুন
				        
				    









