ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫

গোলাগুলিতে নাইট ক্লাবে আহত ১৭, নিউইয়র্কের হাসপাতালে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ১ জুলাই ২০১৭ | আপডেট: ২০:১৮, ১ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের আরকানসাসের একটি নাইট ক্লাবে গোলাগুলিতে কমপক্ষে ১৭জন আহত হয়েছে। অপরদিকে নিউইয়র্কের হাসপাতালে গোলাগুলিতে নিহত হয়েছে দুইজন।
স্থানীয় সময় শুক্রবার রাত আড়াইটার দিকে আরকানসের নাইটক্লাবটিতে গোলাগুলির এ ঘটনা ঘটে। ওই সময় সেখানে কনসার্ট চলছিলো। পুলিশ জানায়, দর্শকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে গুলির এ ঘটনা ঘটে। তবে এর সাথে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে পুলিশ। এর আগে নিউইয়র্কের ব্রংক্স লেবানন হাসপাতালে চাকরিচ্যুত এক চিকিৎসকের গোলাগুলিতে নিহত হয় এক জন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়। আহত হয় আরো তিন চিকিৎসক।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি