ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতলেন যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ১১ জানুয়ারি ২০২৩

বিশ্বের অন্যতম বড় অ্যাওয়ার্ড শো গোল্ডেন গ্লোব ২০২২ ঘোষণা করা হয়েছে। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের আয়োজনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত আয়োজন থেকে বিজয়ীদের নাম  ঘোষণা হয়। 

এবারে গোল্ডেল গ্লোবে সেরা ড্রামা ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে স্টিভেন স্পিলবার্গের দ্য ফ্যাবেলম্যান্স। সেরা অভিনেত্রী ও অভিনেতার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন কেট ব্ল্যাঞ্চেট ও অস্টিন বাটলার। 

বিশ্ব চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে মর্যাদাপূর্ণ পুরস্কার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। এর মাধ্যমে স্বীকৃতি জানানো হয় গেল বছরের সেরা চলচ্চিত্র ও টেলিভিশনের কাজগুলোকে।

২০২২ সালে ড্রামা ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র হিসাবে নির্বাচিত হয়েছে দ্য ফেবেলম্যানস সিনেমাটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যুগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বেড়ে উঠা স্যামি ফেবেলম্যান নামের এক তরুণের চলচ্চিত্র নির্মাতা হবার কাহিনী নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। 

মিউজিক্যাল কমেডি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র হয়েছে দ্য বনশিজ অব ইনশারিন। দু’ জন ঘনিষ্ঠ বন্ধুর সম্পর্কের ভাঙ্গন নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়।

ড্রামা ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র অভিনেত্রীর স্থান নিয়েছেন কেট ব্ল্যাঞ্চেট। আর, মিউজিক্যাল কমেডি ক্যাটাগরিতে সেরা হয়েছেন মিশেল ইয়োহ। 

ড্রামা ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র অভিনেতা অস্টিন বাটলার। মিউজিক্যাল কমেডি ক্যাটাগরিতে সেরা অভিনেতা হয়েছেন কলিন ফারেল।

দ্য ফেবেলম্যানসের জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতেছেন স্টিফেন স্পিলবার্গ। আর, সেরা চিত্রনাট্যকার হয়েছেন মার্টিন ম্যাকডোনাট।

চলচ্চিত্রের সেরা গানের পুরস্কার জিতেছে ভারতের আরআরআর সিনেমার নাটু নাটু। তেলেগু ভাষায় গানটি কম্পোজ করেছেন প্রবীন সঙ্গীত পরিচালক এমএম কিরাভানি। কণ্ঠে তুলেছেন রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি