ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

গ্যাসের দাম বাড়ানো যৌক্তিক: কাদের

প্রকাশিত : ১৭:০৪, ৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

গ্যাসের দাম বাড়ানো সম্পূর্ণ যৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গ্যাসের জন্য সরকারকে প্রতি বছর অনেক বেশি ভর্তুকি দিতে হয়। গ্যাসের দাম পুনর্বিবেচনা সরকারের উচ্চ পর্যায়ের বিষয় বলেও তিনি জানান।

শুক্রবার (৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সরকারও সমর্থন করে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আমরা সমর্থন করি না। নয়ন বন্ডের হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বক্তব্য দিয়েছেন।

এটাকে তিনি এনকাউন্টার বলেছেন। এনকাউন্টার আর ক্রসফায়ার এক কথা নয়। সুতরাং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনও স্বীকৃতি নেই।’

দুর্নীতির দায়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া চাইলে সরকার প্যারোলে মুক্তির বিষয়টি বিবেচনা করবে।
প্যারোলের কতগুলো নিয়ম আছে। সেটা যদি না থাকে, তাহলে প্যারোলে মুক্তি কীভাবে দেওয়া যাবে বলে প্রশ্ন রাখেন তিনি।

প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দুই বিলিয়ন প্লাস ইনভেস্টমেন্টের চুক্তি তুচ্ছ বলে উড়িয়ে দেওয়া যায় না। চীন আমাদের উন্নয়ন পার্টনার।

তিনি বলেন, রোহিঙ্গাদের বিষয়ে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তাদের কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে; রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তারা মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যুদ্ধাপরাধীদের সন্তানরা আওয়ামী লীগ করতে পারবে কিনা এ বিষয়ে কয়েকবার বলেছি। এ বিষয়ে কোনও ঘাটতি আছে বলে আমার মনে হয় না। যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন, তারা আমার বক্তব্যে পরিষ্কার ধারণা পেয়েছেন বলে আশা করি।’

পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা মামলার রায় নিয়ে বিএনপির সমালোচনার প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, যেকোনো মামলার রায় হলেই তারা সরকারের ওপর দোষ চাপায়।

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলার রায় নিয়ে বিএনপির বক্তব্য পুরনো ঘটনার পুনরাবৃত্তি। এতে নতুন কিছু নেই বলেও মন্তব্য করেন।

আই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি