গ্যাসের সিস্টেম লস বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের (ভিডিও)
প্রকাশিত : ০৮:৫০, ২০ মার্চ ২০১৯ | আপডেট: ১১:৪৪, ২০ মার্চ ২০১৯

সিস্টেম লস ও দুর্নীতি বন্ধ করা গেলে গ্যাসের দাম বাড়ানোর দরকার হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আবাসিক খাতের ৮০ শতাংশ ভোক্তা মাসে আটশ’ টাকার গ্যাসও ব্যবহার করে না। এ’অবস্থায় দ্রুত মিটার পদ্ধতি চালুর পরামর্শ তাদের। আর গ্যাস খাতে আমদানী নির্ভরতা কমিয়ে সমুদ্র তলদেশের গ্যাস উত্তোলনের উদ্যোগ নেয়ারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
গ্যাসের দাম নির্ধারণে সম্প্রতি টিসিবি ভবন মিলনায়তনে গণশুনানি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি।
৪ দিনের শুনানিতে বিতরণ কোম্পানিগুলো গড়ে ১০৩ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করে। এরমধ্যে বাণিজ্যে ৪১ ও সার কারখানায় ২১১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব আসে।
তবে বিইআরসির চেয়ারম্যান ভোক্তাদের আতংকিত না হওয়ার কথা বললেও বেশির ভাগ ভোক্তাই দাম বাড়ানোর বিরোধিতা করে।
বিস্তারিত দেখতে ভিডিওতে ক্লিক করুন :
এসএ/
আরও পড়ুন