ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

গ্রামীণ কল্যাণের ১০৬ শ্রমিককে লভ্যাংশ দেয়ার রায় বহাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ১০ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

ড. ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের ১শ’ ৬ শ্রমিককে লভ্যাংশ দেয়ার রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টকে ২ মাসের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে লভ্যাংশ দিতে রায়ের ওপর স্থিতিবস্থা বজায় রাখতে হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন চেম্বার আদালত। 

ডক্টর ইউনূসের মালিকানাধীন এ প্রতিষ্ঠানের চাকরিচ্যুত ১শ’ ৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ দিতে শ্রম আপিল ট্রাইব্যুনাল রায় দিয়েছিলেন। পরে ইউনূসের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ৩০ মে ওই রায়ের ওপর ৬ মাস স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। 

একইসঙ্গে ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ দিতে শ্রম আপিল ট্রাইব্যুনালের রায় কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি