ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

গ্রিসে ফেরি দুর্ঘটনা: নিখোঁজ ১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ১৯ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৪:২৯, ১৯ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

গ্রিসের লোনিয়ান সি’তে ইতালির পতাকাবাহী একটি ফেরিতে আগুন ধরার ঘটনায় ১২ জন নিখোঁজ এবং দু’জন আটকা পড়েছেন। দুর্ঘটনার পর এমার্জেন্সি ক্রূরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন অন্ধকার নেমে আসার আগেই তারা জীবিতদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন বলে গ্রিক কর্মকর্তারা জানান। খবর এএফপির।

গ্রিক কোস্টগার্ড জানায়, ডুবুরিরা নিখোঁজদের সন্ধানে জোর তল্লাশী চালাচ্ছেন। গ্রিস থেকে ইতালি অভিমুখী ইউরোফেরি অলিম্পিয়ায় আগুন লাগার পর ২৭৮ জনকে উদ্ধার করে কোরফু দ্বীপে নেয়া হয়েছে।

গ্রিস ও আলবেনিয়ার মধ্যবর্তী ইরিকৌসা দ্বীপ উপকূলে এ আগুন প্রথম ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার বিকাল পর্যন্ত এ আগুন জ্বলছিল।

সরকারি টেলিভিশন ইআরটি জানায়, উদ্ধারকৃতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হালকা আঘাত পেয়েছিলেন এবং তাদের নি:শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।

গ্রিক কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়, নিখোঁজ ১২ যাত্রীর সন্ধানে তল্লাশী অব্যাহত রয়েছে। নিখোঁজদের নয়জন বুলগেরিয়া থেকে এসেছেন।

ফেরির মালিক গ্রিমান্ডি লাইনস জানায়, জাহাজটিতে করে ২৩৯ যাত্রী ও ৫১ জন ক্রূ এবং ১৫৩টি ট্রাক ও ট্রেইলার এবং ৩২টি যাত্রীবাহী যান বহন করা হচ্ছিল।

জাহাজটিতে আগুন লাগার কারণ জানা যায়নি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি