ঢাকা, বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫

ঘনকুয়াশা আর হিমেল বাতাসে উত্তরের জনজীবন বিপর্যস্ত

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১০:০২, ২৪ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

উত্তরের জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাস শীতের তীব্রতাকে আরও কঠিন করে তুলেছে। রাতভর বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র আজ বুধবার সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি  সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। 

সপ্তাহ জুড়েই জেলার তাপমাত্রার পরদ ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে। আর এতে দুর্ভোগে পড়েছে জেলার জেলার কয়েক হাজার ছিন্নমূল, দুঃস্থ ও নিম্নআয়ের লোকজন। 

আগামী কয়েকদিন একই তাপমাত্রা থাকার পাশাপাশি কুয়াশার পরিমাণ আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, উত্তরের আরেক জেলা কুড়িগ্রামে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ১০০।

বৃষ্টির মতো ঝরে পড়া কুয়াশায় কাজের সন্ধানে ছুটে চলা মানুষজন পড়ছেন ভোগান্তির মুখে। তীব্র ঠান্ডায় সবজি খেত ও বীজতলা নষ্ট হওয়ার সম্ভাবনা নিয়ে তাদের দুশ্চিন্তা দিনদিন বেড়েই চলেছে।

ঠাকুরগাঁওয়ে চলছে মৃদু শৈতপ্রবাহ। বিকেল থেকে কুয়াশা ঝরতে শুরু হয়। রাত যত বাড়ে কুয়াশা ততো ঘন হয়ে গুড়ি গুড়ি বৃষ্টির ন্যায় ঝড়তে থাকে। সেইসাথে বইতে থাকে হিমেল বাতাস আর কনকনে ঠাণ্ডা।  প্রায় সারাদিন সূর্যের মুখ দেখা যায়না এমন অবস্থা চলে প্রায় দুপুর পর্যন্ত। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল করছে হেডলাইট জালিয়ে। 

হিমালয়ের পাদদেশ হওয়ায় প্রতিবছর এ জেলায় শীতের প্রকোপ অন্য জেলার চেয়ে বেশী। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছেন বলে জানিয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি