ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ঘুরে দাঁড়াতে শুরু করেছে সিরাজগঞ্জের তাঁত বাজার (ভিডিও)

প্রকাশিত : ১৬:১২, ২৪ মে ২০১৯

টানা কয়েক বছর মন্দার পর এবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে সিরাজগঞ্জের তাঁত বাজার। ঈদ উপলক্ষ্যে চাহিদা ভালো থাকায় উন্নত মানের শাড়ী-লুঙ্গী তৈরীতে ব্যস্ত কারিগররা। জেলার পাইকারী হাটগুলোতেও রমরমা আয়োজন। ভাল মান ও স্বল্প মুল্য হওয়ায় ভারতেও সিরাগঞ্জের তাঁতের শাড়ীর চাহিদা রয়েছে।

রোজার ঈদ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর, উল্লাপাড়া ও সদর উপজেলার প্রায় ২০ হাজার তাঁত কারখানায় এখন দিনরাতের ব্যস্ততা।

হাত ও ইঞ্জিনচালিত তাঁতে চলছে কাপড় তৈরির কাজ চলছে। ২ মাস আগে থেকেই ঈদ উপলক্ষে বাহারী নকশার নকশার শাড়ি-লুঙ্গী তৈরি শুরু হয়েছে। ঈদে তাঁতের সুতি শাড়ীর ব্যাপক চাহিদা থাকায় এতে ভীন্নতা আনা হয়েছে এবার। ৮শ টাকা থেকে শুরু করে সাড়ে ৩ হাজার টাকা মুল্যের রেনেশা, ডিজিটাল, চন্দ-বিন্দু, বালুচুরি, কটন, সিল্ক, জামদানী শাড়িগুলো পছন্দের তালিকার শীর্ষে। ভারতের বাজারেও সুতী শাড়ীর চাহিদা বেশ ভালো থাকায় সব মিলিয়ে ব্যস্ত সময় কাটছে তাঁতীদের।

এদিকে, শাহজাদপুর ও এনায়েতপুর কাপড়ের হাটেও বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের ভীড়। গত কয়েক বছরের মন্দা কাটবে- এমন আশা তাঁতীদের।

জেলার প্রায় ৬ লক্ষাধিক শ্রমিক কাজ করছেন এসব কারখানায়।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি