চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অবৈধ ভবন নির্মাণ করে ইজারা দেয়ার অভিযোগ
প্রকাশিত : ১৮:১০, ১৪ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:১০, ১৪ মার্চ ২০১৭
উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে কর্ণফুলী নদীর তীরে অবৈধ ভবন নির্মাণ করে ইজারা দেয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে। দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন, আজিজ উল্লাহ ওয়াকফ এস্টেট কর্তৃপক্ষ।
ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লী মো. শহিদ উল্লাহ অভিযোগ করেন, ১৯৩২ সালের বাকলিয়ার আজিজ উল্লাহ সওদাগর ৭৬০ শতক জমি নবনূর মসজিদের নামে ওয়াকফ করে। পরবর্তীতে নদী ভাঙ্গনে সেটি বিলীন হয়ে যাওয়ার পর ১৯৭৫ সালে চর জেগে উঠলে জমিটি সরকারি খাস খতিয়ান ভুক্ত হয়। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে জমির মালিকানা পায় ওয়াকফ এস্টেট। বন্দর কর্তৃপক্ষ আদালতের নির্দেশনা অমান্য করে সেখানে ভবন নির্মাণ করে সেটি ইজারা দিচ্ছে বলে অভিযোগ করা হয়।
আরও পড়ুন