ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করতে চায় ত্রিপুরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ১৩ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৮:৫৮, ১৩ এপ্রিল ২০১৭

ব্যবসা বাণিজ্যের উন্নয়নে চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করতে চায় ত্রিপুরা। এ’জন্য আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে রাজ্যের রেল যোগাযোগ। দু’ দেশের রেল যোগাযোগ শুরু হলে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক উন্নয়ন ঘটবে বলে মনে করেন, ত্রিপুরার মূখ্যমন্ত্রীসহ রাজনৈতিক নেতারা।
বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতে সাতটি রাজ্যে পণ্য পরিবহন করতে অবকাঠামোগত উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা সহজ করার উদ্যোগ নিয়েছে ত্রিপুরার সরকার। এ জন্যে আগরতলা থেকে সাব্র“ম পর্যন্ত তৈরী করা হচ্ছে রেল লাইন।
চলছে অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের কাজও। এতে রাজস্ব আয় বাড়বে বলে মনে করেন সে রাজ্যের ব্যবসায়ী-শিল্পপতি ও সাধারণ নাগরিকরা।
এদিকে দু’দেশের ব্যবসা-বাণিজ্য বাড়াতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের তাগিদ দিয়েছেন ত্রিপুরার রাজনৈতিক নেতারা। তারা বলছেন, চট্টগ্রাম বন্দর ব্যবহার করে বাংলাদেশের রামগড় সীমান্ত দিয়ে বিভিন্ন রাজ্যে দ্রুত পৌঁছানো সহজ হবে।
শুধু, রেল নয়, সড়ক ও পানিপথে যোগযোগ ব্যবস্থা উন্নয়ন ঘটাতে চায় ত্রিপুরার ক্ষমতাসীন বামফ্রন্ট। আমলাতান্ত্রিক জটিলতার কারনে কিছুটা সমস্যা হচ্ছে বলেও জানান এই নেতা।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ অংশের কাজও দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন ত্রিপুরার মূখ্যমন্ত্রী।
ত্রিপুরা এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যের গেটওয়ে হবে বলেও মনে করেন তিনি।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি