ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

চট্টগ্রাম বন্দরে আমদানি করা গাড়ি রাখার শেড অব্যবহৃত

প্রকাশিত : ১২:০২, ১৮ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৫০, ১৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বন্দরে আমদানি করা গাড়ি রাখার শেড নির্মাণ হলেও আমলাতান্ত্রিক জটিলতায় অব্যবহৃত পড়ে আছে। উদ্বোধনের পরেও শেডটি কেন কাজে লাগানো হচ্ছে না, এই প্রশ্নের কোনো উত্তর নেই বন্দর কর্তৃপক্ষের কাছেও। দ্রুত শেড চালুর দাবি জানিয়েছেন আমদানিকারকরা। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামের জেটি এলাকায় আমদানি করা গাড়ি না রাখতে আমদানিকারক ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে ছিলো টানাপোড়েন। তবে এক পর্যায়ে ২৪ কোটি টাকা ব্যয়ে বন্দর ভবনের পেছনেই নির্মাণ করা হয় আধুনিক গাড়ির শেড। এক বছর আগে উদ্বোধনও করা হয়। আমদানিকারকদের আশা ছিল বন্দরের জেটিতে নয়, গাড়ি রাখা হবে শেডে। জমি প্রদান ছাড়াও এর নির্মাণ ব্যয় বহন করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। উদ্বোধনের পরও কেন এটি চালু করা যাচ্ছে না এই প্রশ্ন বন্দর কর্মকর্তাদেরও জানা নেই। নিয়মানুযায়ী আমদানি করা গাড়ির শুল্ক পরিশোধ করেই ছাড় করাতে হয় বন্দর থেকে। এই শুল্ক আদায় করে চট্টগ্রাম কাস্টমস হাউস। তবে বন্দরের সংরক্ষিত জেটি এলাকা থেকে গাড়ির শেড সরাতে সরকারের রাজস্ব বিভাগের অনুমোদন প্রয়োজন। এ অবস্থায় আমদানি করা গাড়িগুলো খোলা আকাশের নিচে ফেলে না রেখে দ্রুতই শেডটি ব্যবহারের দাবি জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি