ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামকে পরিকল্পিত নগরী গড়তে মাস্টারপ্ল্যন মন্ত্রণালয়ে পাঠানো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ১১ মে ২০১৭ | আপডেট: ১৮:১৬, ১১ মে ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে স্যুয়ারেজ ও ড্রেনেজ মাস্টারপ্ল্যন দ্রুত সময়ের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বৃহস্পতিবার সকালে করপোরেশনের মিলনায়তনে সিটি করপোরেশন ও ওয়াসার যৌথ সভায় একথা জানান তিনি। মেয়র আরো বলেন, অপরিকল্পিত নগরায়ন ও নগরবাসীর অসচেতনতার কারণে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। জলাবদ্ধতামুক্ত করার পাশাপাশি আধুনিক পদ্ধতিতে দ্রুত নগরবাসীকে সেবা দিতে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সভায় বিশ্বব্যাংকের অর্থায়নে স্যিানিটেশন এবং ড্রেনেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়নে সিটি কর্পোরেশন ও ওয়াসা’র মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি