ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

চট্টগ্রামে আদালত এলাকায় হামলা, আইনজীবী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ২৬ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে চট্টগ্রাম কোতোয়ালী থানার লালদিঘী এলাকায় বিক্ষোভ-হামলার ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আদালত ভবনের প্রবেশমুখে রঙ্গম কনভেনশন হলের সামনে বিক্ষোভের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে জেলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিবেদিতা ঘোষ আইনজীবী আলিফের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।

নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তার বাবা নাম জালাল উদ্দিন। সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ পান।

হামলায় আহত হন আরো ৬ জন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম কামাল সাংবাদিকদের জানান, আদালত থেকে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন আইনজীবী আলিফ। লালদিঘী পাড় এলাকায় কয়েক শত শত বিক্ষোভকারীর হামলা-ভাংচুরের ঘটনায় তার মৃত্যু হয়।

তিনি জানান, হামলায় আরও ৬ জন আইনজীবী আহত হন। আদালতে প্রাঙ্গণেও ভাঙচুর চালানো হয়েছে।  

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি