ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

চট্টগ্রামে উৎসব মুখর পরিবেশে শেষ হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ২৫ মে ২০১৭ | আপডেট: ১৯:১১, ২৫ মে ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামে উৎসব মুখর পরিবেশে শেষ হলো ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রজেক্ট নিয়ে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। নগরীর সেন্ট প্লাসিডস স্কুল এন্ড কলেজে আয়োজিত মেলায় ভীড় করেন শত শত দর্শনার্থী। 

রেললাইনে অসাবধানতায় কাটা পড়ে মৃত্যু, ইচ্ছে মৃত্যুসহ অনাকাঙ্খিত যেকোনো দূর্ঘটনা ঠেকাবে বিজ্ঞানের আধুনিক একটি প্রযুক্তি। আর লেজার ও সেন্সর প্রযুক্তির মাধ্যমে এমন অভিনব এক উদ্ভাবন মেলায় উপস্থাপন করেছে সেন্ট স্কলাসটিকা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী।
এছাড়া মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা তুলে ধরেছে নানান প্রজেক্ট। চট্টগ্রাম মেগাসিটির রূপকল্প, ভূ-পৃষ্ঠ সাশ্রয় করতে আন্ডারগ্রাউন্ডের ব্যবহার বাড়ানো, জ্বালানী সাশ্রয়ী পরিবহণ, ফলের সাহায্যে ভ’মির খরা মোকাবেলা, বৃষ্টির পানিকে সংরক্ষণ করে কাজে লাগানোর প্রযুক্তিসহ অভিনব বিভিন্ন প্রজেক্টে নিজেদের সৃষ্টিশীলতার প্রকাশ 
প্রযুক্তির এমন বিবিধ ব্যবহার দেখতে মেলা প্রাঙ্গন জুড়ে ছিলো আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের ভীড়।

কেউ কেউ বলছেন, মেলায় নতুন প্রজেক্টের চেয়ে অন্যের অনুকরণে বানানো প্রজেক্টের সংখ্যা বেশি। আবার অনেক দর্শনার্থী ক্ষুদে বিজ্ঞানীদের উপস্থাপিত এসব প্রজেক্টের বাস্তবায়ন দেখতে চান।
শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসনের উদ্যোগে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তিনদিনের এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয় মঙ্গলবার। নগরীর বিভিন্ন সরকারি- বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত অর্ধশতাধিক প্রজেক্ট উপস্থাপন করে এই মেলায়। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি