ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

চট্টগ্রামে ক্লাশে ঢুকে শিক্ষককে পিটিয়েছে বখাটে

প্রকাশিত : ১৮:২২, ১৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:২২, ১৫ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

টট্টগ্রামের পটিয়ায় ক্লাশে ঢুকে শিক্ষককে বেধড়ক পিটিয়েছে আহসান উলল্লাাহ টুটুল নামে এক বখাটে যুবক। দক্ষিণ ভূষি ইউনিয়নের পূর্ব ডেঙ্গামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। মঙ্গলবার ক্লাস চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে ঢুকে শাবল দিয়ে শিক্ষক মিসফা সুলতানার উপর হামলা চালায় ওই বখাটে যুবক । এসময় স্থানীয়রা গুরতর আহত অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি তাকে করা হয়। এঘটনায় টুটুলকে আটক করেছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি