ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

চট্টগ্রামে চার হাজার লিটার ভেজাল ঘি জব্দ

প্রকাশিত : ১৯:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রামের হাটহাজারীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল ঘি আটক করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌরসভা সদরে তিনটি, বুড়িশ্চর এবং ছিপাতলী এলাকায় ৫টি ভেজাল ঘি’র কারখানায় এই অভিযান চালায়।

এসময় উদ্ধার করা হয় প্রায় চার হাজার লিটার ভেজাল ঘি, এবং ঘি তৈরীর সরঞ্জাম। হাটহাজারী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন একুশে টেলিভিশনকে জানান, সংঘবদ্ধ একটি চক্র মাছের খাবার, মেয়াদোত্তীর্ণ ডালডা এবং হলুদ রঙ মিশিয়ে ভেজাল ঘি উৎপাদন করে বাজারজাত করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিত্বে এই অভিযান চালানো হয়। অভিযানের পর কারখানা ৫টি সীলগালা করে দেয়া হয়েছে এবং দায়ি ব্যাক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি