ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

চট্টগ্রামে টায়ার কারখানায় আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ২৪ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

চট্টগ্রামের পাহাড়তলীতে একটি টায়ার কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায় আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে পাহাড়তলীর নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকায় ওই কারখানায় এ আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

ওই কারখানায় টায়ার মেরামত ও উৎপাদন করা হয়। কারখানা চালু থাকলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এরইমধ্যে আশপাশের ভবনে বসবাসরত অনেক পরিবারকে নামিয়ে আনা হয়েছে। 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি