ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে ট্রেলার উল্টে দুই অটোরিকশা আরোহীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ১৩ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামে ভাঙা সড়কে কন্টেইনারবাহী একটি ট্রেলার উল্টে অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন

রোববার সকাল পৌনে ১০টার দিকে বন্দরনগরীর নিমতলা মোড় থেকে ৫০০ গজ দূরে বিশ্বরোডে এ দুর্ঘটনা ঘটে।

থানার ওসি ময়নুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ট্রেলার ও অটোরিকশা দুটোই নিমতলা মোড়ের দিকে যাচ্ছিল। এক পর্যায়ে ট্রেলারটি উল্টে গিয়ে অটোরিকশাটির উপরে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে বড় ক্রেন এনে ট্রেলারটি সরিয়ে হতাহতদের উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ট্রেলারটি সরিয়ে নিলে বেলা সাড়ে এগারটার দিকে ওই সড়কে যান চলাচল শুরু হয়।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি