ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

চট্টগ্রামে পুলিশের উপর বোমা হামলা করেছে জঙ্গীরা

প্রকাশিত : ১৮:২২, ১৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:২২, ১৫ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সীতাকুন্ডে পুলিশের উপর বোমা হামলা করেছে জঙ্গীরা। বুধবার বিকেলে এই হামলা চালায়। এ ঘটনার পর পুলিশ উপজেলা সদরের নামারবাজার এলাকায় অভিযান শুরু করে। পুলিশ জানিয়েছে,  নামার বাজার এলাকার সুরেশ মিস্ত্রিরির বাড়িতে জঙ্গীরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিত্বে বিকেল অভিযান শুরু করলে জঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পুরো বাড়িটিকে ঘিরে ফেলে।  পুলিশ জানিয়েছে ওই আস্তানা থেকে দু’জনকে আটক করা হয়েছে। অভিযানের সাথে জেলা পুলিশসহ সিএমপি’র বিস্ফোরক নিষ্ক্রীয়করণ ইউনিট যোগ দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি