ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

চট্টগ্রামে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছে চীন

প্রকাশিত : ১৮:০৯, ১৪ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:০৯, ১৪ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

বিদ্যুত কেন্দ্র নির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনা, গার্মেন্টসসহ বিভিন্ন ক্ষেত্রে চট্টগ্রামে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছে চীন। মঙ্গলবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদুত মা মিংকিয়াং সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিননে সাথে অনুষ্ঠিত বৈঠকে চীনা রাষ্ট্রদুত এই আগ্রহের কথা  জানান। এসময় মেয়র বর্জ্য ব্যবস্থাপনা, এলইডি লাইটিং, পাওয়ার প্ল্যান্টসহ বিবিধ খাতে বিনিয়োগে সিটি মেয়র চীনের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি মেয়র কর্ণফুলী নদীর তলদেশে ট্যানেল নির্মাণে চীনের সহযোগিতার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান এবং চায়না কুনমিং সিটি’র সাথে চট্টগ্রাম সিটির টু ইন সিটির সংযোগ স্থাপনের অনুরোধ জানান। এসময় চীনের রাষ্ট্রদূত বলেন, চট্টগ্রামের সাথে চীনের সম্পর্ক বহুকাল থেকে সুনিবিড়। সে সম্পর্ক অব্যহত থাকবে ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি