ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

চট্টগ্রামে বিশ্ব পানি দিবস পালন

প্রকাশিত : ১৭:৪২, ২২ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৪২, ২২ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

বিশুদ্ধ পানির সংকটরোধে নদী, পুকুর ও জলাশয়ের পানি দূষণমুক্ত রাখার আহ্বানে চট্টগ্রামে বিশ্ব পানি দিবস পালন করা হয়েছে। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় এসব কথা বলা হয়। বিশ্বের বেশিরভাগ মানুষ বিশুদ্ধ পানির সংকটে রয়েছে। এজন্য পানির যথাযথ ব্যবহারের উপর জোর দিয়েছেন বিশিষ্টজনরা। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সামশুল আরেফিন, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহাসহ অন্যরা। এর আগে নগরীর সার্কিট হাউস থেকে বের করা হয় শোভাযাত্রা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি