ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পোশাক কর্মী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭, ২৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক কর্মীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ নভেম্বর) সকাল ৭ টার দিকে নগরীর বন্দর থানার ২ নম্বর মাইলের মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেরুন্নেছা (২৬) মাইলের মাথা এলাকায় টুটুল বিল্ডিংয়ের বাসিন্দা রাসেল বেপারির স্ত্রী এবং স্থানীয় একটি পোশাক কারখানার কর্মী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত নারী পোশাক কারখানার কর্মী। সকালে কারখানায় যাওয়ার পথে তার এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরুন্নেছা বাসা থেকে বেরিয়ে হেঁটে কারখানায় যাচ্ছিলেন। পেছন থেকে আসা একটি দ্রুতগামী বাসের ধাক্কায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি