ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

চট্টগ্রামের চাক্তাইয়ে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার নির্দেশ

প্রকাশিত : ১৯:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৯:৫৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রামের চাক্তাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার পছেনে নাশকতা আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৗেধুরী নওফেল। সােমবার সকালে নগরীর চাক্তাই বড়ো মার্কেট এলাকায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাতে গিয়ে উপমন্ত্রী এই নির্দেশনা দেন।

এ সময় নওফেল বলেন, ইতোমধ্যে নাশকতার অভিযোগ এসেছে। এজন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা মারা গেেছন, তারা নাশকতার শিকার হয়েছেন কি-না সিেট খতিয়ে দেখার নির্দেশ দেন নওফেল। দরিদ্র বস্তিবাসী মানুষ যদি কারো কােন পরিকল্পনার অংশ হিসেবে ব্যবহৃত হয়, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ও সুষ্ঠু তদন্তের নির্দেশ দেন তিনি। এর আগে তিনি ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ করেন।

রোববার ভােররাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চাক্তাই বড়ো মার্কেট এলাকায় একটি বস্ততিে আগুনে পুড়ে ৮ জনের মৃত্যু হয়। বস্তির দুই শতাধিক ঘরও পুড়ে যায় আগুনে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি