ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ

প্রকাশিত : ১১:৩৫, ১৬ মার্চ ২০১৭ | আপডেট: ১১:৩৫, ১৬ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াত। অভিযান শুরুর পর বিস্ফোরণে উড়ে গেছে বাড়ির ছাদ; আহত হয়েছেন এক পুলিশ সদস্য। আশঙ্কা করা হচ্ছে বেশ কয়েকজন হতাহতের। বাড়ির তিনটি ফ্ল্যাটে তিনটি পরিবারের ১৪ থেকে ১৫ জন সদস্য আটকা পড়েছে। ভোর ছয়টা দশ মিনিটে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করে প্রেমতলা চৌধুরীপাড়া এলাকার ছায়ানীড় নামের দোতলা বাড়িটিতে। অভিযান শুরুর পর পরই বাড়ির ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণে উড়ে গেছে বাড়ির ছাদ। বুধবার বিকেল থেকে বাড়িটি ঘিরে রেখেছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাত ১১টা পর্যন্ত বাড়ির ভেতর থেকে তিন দফায় পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছুঁড়ে মারে জঙ্গিরা। এতে আহত হন পুলিশের এক কর্মকর্তা। সেসময় জঙ্গি আস্তানা লক্ষ্য করে পুলিশও গুলি ছোঁড়ে। এর আগে ওই বাড়িতে থাকা জঙ্গিদের বের হয়ে আসতে মাইকে আহবান জানায় পুলিশ। তবে জঙ্গিরা তাতে সাড়া দেয়নি। রাত পৌনে একটায় দুটি ঢাকা থেকে সোয়াত দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এর আগে ঢাকা থেকে আসে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের আরো একটি দল। এর আগে বুধবার সীতাকুণ্ডের আমিরাবাদে আরেকটি জঙ্গি আস্তানা থেকে শিশুসহ এক দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় অস্ত্র ও গোলাবারুদ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ছায়ানীড় বাড়িতে অভিযানে যায় পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি