ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

চলচ্চিত্র প্রযোজক নাসির উদ্দিন দিলু আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩০, ৩ নভেম্বর ২০২০ | আপডেট: ১৪:৩০, ৩ নভেম্বর ২০২০

নাসির উদ্দিন দিলু

নাসির উদ্দিন দিলু

Ekushey Television Ltd.

বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক ও সেন্সর বোর্ডের সাবেক সদস্য নাসির উদ্দিন দিলু আর নেই। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু খবরটি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরেই হার্টসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন নাসিরউদ্দিন দিলু। গেল দুদিন আগে অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে দুই দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার আসর নামাজের পর বারিধারা মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

নাসিরউদ্দিন দিলু প্রায় ১৫টিরও বেশি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। প্রথম প্রযোজিত ছবি ‘পাগলা রাজা’। সবচেয়ে ব্যবসাসফল প্রযোজিত ছবি আলমগীরকে নিয়ে বানানো ‘আমি সেই মেয়ে’। 

এছাড়াও ‘সোনার চেয়ে দামি’, ‘কাবিন’, ‘সাহস’, ‘নাচে নাগিন’, ‘রূপের রানী গানের রাজা’, ‘বুকের ধন’, ‘ফাঁসির আসামি’, ‘ভালোবাসা’, ‘মহান’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

নাসিরউদ্দিন দিলু চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির কার্যনির্বাহী সদস্য, সহকারী সাধারণ সম্পাদক, দুইবার সাধারণ সম্পাদক, দুইবার সহ-সভাপতি এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি