ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

চলন্ত ট্রাকে কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ৩ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:২৭, ৪ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

চলন্ত ট্রাকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় চালক ওই ট্রাকের চালকসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তরাকৃতরা হলেন, চালক মেহেদী হাসান ওরফে রানা তার সহকারী তুহিন।

এর আগে ওই কিশোরী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোরীর অভিযোগের ভিত্তিতে গতকাল রাত আটটার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে ট্রাকচালক মেহেদীকে আটক করা হয়। আর দিবাগত রাত তিনটার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকা থেকে ট্রাকচালকের সহকারী তুহিনকে গ্রেপ্তার করা হয়।

কিশোরীর বরাত দিয়ে পুলিশ জানায়, কিশোরীর বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া থানা। মঙ্গলবার মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে আসে ওই কিশোরী। রাত আটটার দিকে গাজীপুর চৌরাস্তা এলাকা একটি ট্রাকের চালক ও সহকারী পণ্যবাহী ট্রাকে (ঢাকা-মেট্রো ট-০২-০৩৪৪) তুলে নেন।

বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এসিআই এলাকায় ট্রাক থেকে কিশোরীর কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে। এ সময় ট্রাক ফেলে পালিয়ে যান চালক ও সহকারী। খবর পেয়ে পুলিশ কিশোরীকে উদ্ধার করে ট্রাকটি সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যায়।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি