ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

চাঁদপুরে দেবরের ছুরিকাঘাতে ভাবী খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪, ৬ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চাঁদপুরে পারিবারিক কলহের জের ধরে দেবরের ছুরিকাঘাতে ভাবী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছেমঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টায় সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর গ্রামের মিজি বাড়িতে ঘটনা ঘটে। 

এ ঘটনার পর অভিযুক্ত দেবরকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। নিহত শারমীন বেগম (২০) ঘাতক ইয়াছিনের বড় ভাই প্রবাসী ইউসুফ মিজির স্ত্রী।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনার পরপরই  স্থানীয়দের সহযোগীতায় ঘাতককে আটক করে থানায় আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি