ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

চার ঘন্টার পরীক্ষা দু`ঘন্টায়, বিপাকে পরীক্ষার্থীরা

ঢাকা কলেজ সংবাদদাতা 

প্রকাশিত : ২২:১৮, ২৫ মার্চ ২০২১ | আপডেট: ২২:২৭, ২৫ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

প্রশ্নপত্রে সময় চারঘন্টা উল্লেখ থাকলেও দু'ঘন্টা পরীক্ষা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৮ সালের স্নাতক (ডিগ্রী) তৃতীয় বর্ষের ইসলামিক স্টাডিজ বিষয়ের ( পত্রকোডঃ ১৩১৮০১) পরিক্ষায় এ সমস্যার সৃষ্টি হয়। এতে পরীক্ষার হলেই বিড়াম্বনার শিকার হয় শিক্ষার্থীরা ৷

গত ২৮ ফেব্রুয়ারী শুরু হয়েছে তৃতীয় বর্ষের পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিন্ধান্ত অনুযায়ী চারঘন্টার পরীক্ষা নেওয়া হচ্ছে দু'ঘন্টায়। এতে পরিবর্তন আনা হয়েছে প্রশ্ন কাঠামোতেও। কিন্তু গত ২৩ মার্চ অনুষ্ঠিত ১৩১৮০১ পত্রকোডের প্রশ্নপত্রে সময় উল্লেখ ছিল চারঘন্টা। মিল ছিল না দু'ঘন্টার পরীক্ষার প্রশ্ন পত্রের কাঠামোর সাথেও। এতে পরীক্ষা কেন্দ্রে চরম বিপাকে পড়েন শিক্ষার্থীরা।

দু'ঘন্টার পরীক্ষার প্রশ্ন কাঠামোতে শিক্ষার্থীদের ক বিভাগ থেকে ৫ টি, খ বিভাগ থেকে ২ টি ও গ বিভাগ থেকে ৩ টি প্রশ্নের উত্তর দিতে হতো। তবে ২৩ মার্চ পরীক্ষায়  মানবন্টন ও প্রশ্ন কাঠামো ছিলো আলাদা। সময় চারঘন্টা উল্লেখ থাকলেও দু'ঘন্টা নেওয়া হয় পরীক্ষা। শিক্ষার্থীদের ক বিভাগ থেকে ১০, খ বিভাগ থেকে ৫ টি, গ বিভাগ থেকে ৫ টি প্রশ্নের উত্তর দিতে হয় দু'ঘন্টায়।

এক পরীক্ষার্থী বলেন, আমাদের আগের পরীক্ষা গুলো দুই ঘন্টাতে হয়েছে৷ গতকালের পরীক্ষার সময়সূচি ছিলো চার ঘন্টা ৷ তবে আমাদের সময় কমিয়ে দুই ঘন্টা করে দেয় ৷ প্রশ্নপত্র ছিল চার ঘন্টার ৷ চার ঘন্টার পরীক্ষা কি দুই ঘন্টায় দেয়া যায় ! আমরা ফলাফল খারাপ হওয়ার আশঙ্খা করছি৷

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী বলেন, "এটা নিয়ে মিটিং হয়েছে ৷ পরীক্ষার গোপনীয় বিষয় আমরা শেয়ার করবো না  " এই বলে তিনি পরীক্ষা কমিটির সভাপতিকে ফোন করতে বলেন৷

এবিষয়ে জানতে ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকারকে একাধিক বার কল দিয়েও পাওয়া যায় নি।

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি