ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

চীনে ভূমিধসে মৃতের সংখ্যা ২৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ২৮ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জন। এই ভূমিধসের পর থেকে ২২ জন নিখোঁজ রয়েছে।

দেশটির সরকারী নিউজ এজেন্সি সিনহুয়া স্থানীয় জরুরি উদ্ধার কর্মীদের বরাত দিয়ে জানায়, গুইঝু প্রদেশের সুইচেং জেলায় শনিবার রাতে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবারের ওই ভূমিধসে পুরো কাদার প্রবাহে ২১টি বাড়ি ঢেকে যায়। রাষ্ট্রীয় ব্রডকাস্টার সিসিটিভি’র ফুটেজে দেখা যায় উদ্ধার কর্মীরা চাপা পড়া লোকদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে দুইটি শিশু এবং শিশুসহ এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সিনহুয়া জানায়, স্থানীয় একটি স্কুলে জরুরি মেডিকেল সার্ভিস চালু করা হয়েছে এবং উদ্ধার কেন্দ্র স্থাপন করা হয়েছে। সরকার অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার জন্য ৩০ মিলিয়ন ইউয়ান (৪.৩৫ মিলিয়ন ডলার) বরাদ্দ দিয়েছে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি