ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

চীনের প্রতিশোধে বিধ্বস্ত ভারত, ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৩, ১৮ জুন ২০২১

Ekushey Television Ltd.

বিশ্বজুড়ে করোনার দাপট নিয়ে বারবার চীনকে কাঠগড়ায় তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার ভারতের কথা টেনে এনে চীনকে ১০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানালেন ট্রাম্প। কোভিডে বিধ্বস্ত ভারত যার জন্য একমাত্র দায়ী চীন, সরাসরি অভিযোগ ট্রাম্পের।

সাবেক মার্কিন প্রেসিডেন্টের দাবি, ‘ভারতে কী চলছে তা দেখছে গোটা বিশ্ব। চীন বরাবর বলত, ভারত ভালো এগোচ্ছে। আর সেই জন্যই প্রতিশোধ নিতে ভারতের এত বড় ক্ষতি করছে চীন। শুধু তাই নয়, প্রত্যেক দেশই করোনার জন্য কমবেশি ক্ষতিগ্রস্ত।’

২০১৯ সালের শেষের দিকে চীনের উহান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ক্রমশ তা মহামারির আকার নেয়। জর্জরিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রও। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাকে ‘চীনা ভাইরাস’ হিসেবে অভিহিত করতেন। এখনও তিনি তার অবস্থান থেকে সরেননি, সে কথা আবারও স্পষ্ট করলেন বিবৃতির মাধ্যমে। জিনিউজ

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি