ঢাকা, বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪

চীনের সিচুয়ান প্রদেশে ভূমিধসের ঘটনায় অন্তত ১৪০ জন নিখোঁজ রয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ২৪ জুন ২০১৭ | আপডেট: ১৬:৪৩, ২৪ জুন ২০১৭

চীনের সিচুয়ান প্রদেশে ভূমিধসের ঘটনায় অন্তত ১৪০ জন নিখোঁজ রয়েছে। মাটির নিচে চাপা পড়েছে ৪০টি বাড়ি।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, স্থানীয় সময় শনিবার ভোরে মাওক্সিয়ান কাউন্টির শিনমো গ্রামে একটি পাহাড় ধসে পড়ে। এ’সময় পাহাড়ের পাদদেশে থাকা বাড়িঘর মাটি চাপা পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন প্রায় শতাধিক মানুষ। এছাড়া ছয়টি অ্যাম্বুলেন্স রয়েছে সেখানে। পর্যটন এলাকা হিসেবে পরিচিত গ্রামটিতে কোনও বিদেশি নাগরিক রয়েছেন কিনা তা এখনও জানা যায়নি।


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি