ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

চুয়াডাঙ্গায় ছুরিকাঘাতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ১৬ জুন ২০১৮ | আপডেট: ১৩:০২, ১৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদকের টাকা ভাগাভাগির সময় ভাগনের ছুরিকাঘাতে সব্দুল হোসেন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ভাগনে সুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার সিংনগর গ্রামে এ ঘটনা ঘটে। জীবননগর থানার ওসি মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সব্দুল হোসেন সিংনগর গ্রামের মৃত রমজান আলীর ছেলে বলে জানা গেছে।  তিনি চি‎হ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

সূত্র জানিয়েছে, ভাগনে সুজন (৩০) ও সব্দুল হোসেন শুক্রবার রাত ১ টার দিকে ওই গ্রামের পুরাতন মসজিদের সামনে মাদক ব্যবসার টাকা ভাগাভাগি করছিলেন। টাকা ভাগাভাগি করাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাগনে সুজন তার কাছে থাকা ছুরি দিয়ে মামা সব্দুলের পেটে আঘাত করেন। এতে সব্দুল গুরুতর আহত হন। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি