ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গায় পাঁচ দিনব্যাপী কুকুরের টিকাদান কর্মসূচি শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৪, ১১ ডিসেম্বর ২০১৯

‘জলাতঙ্ক নির্মূলে সকলে একসাথে ’এই স্লোগানে চুয়াডাঙ্গায় জলাতঙ্ক নির্মূলে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কুকুরের টিকাদান কর্মসূচি। এই  উপলক্ষ্যে বুধবার সকাল ৭টায় চুয়াডাঙ্গা পৌরসভায় একযোগে ৯টি ওয়ার্ডে কাজ শুরু করে। প্রতিদিন সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা টিকাদান কার্যক্রম চলছে।

২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান কার্যক্রম ২০১৯ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এই কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা পৌরসভা, আলমডাঙ্গা পৌরসভা, দর্শনা পৌরসভা এবং জীবননগর পৌরসভাসহ জেলার ৩৮টি ইউনিয়ন পরিষদ এলাকায় একযোগে কুকুরে টিকাদান কর্মসূচি চলছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলী হোসেন জানান, স্বাস্থ্য অদিপ্তরের জুনেটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম-সিডিসি কুকুরের টিকাদান কর্মসূচির সহযোগিতা করছে। এ কাজে  টিকাদান কর্মীদের সহযোগিতা কামনা করেছেন তিনি। 

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি